ডেয়ারি ফার্মে আ*গুন, ঝ.লসে গেল ১৮ হাজার গরু!

0
2

বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী টেক্সাসের সাউথফর্ক ডেয়ারি ফার্ম (Southfork Dairy Farm in Texas)। আগুন লেগেছিল মঙ্গলবার রাতে। এখনও পর্যন্ত প্রায় ১৮ হাজারেরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টেক্সাস পুলিশ (Texas Police)। কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

আমেরিকার ডেয়ারি ফার্মে বিধ্বংসী আগুন লাগার সেই মুহূর্তের ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে নেট পাড়ায়। কাস্ত্রো কাউন্টি শেরিফ অফিস অগ্নিকাণ্ডের যে ভিডিয়ো শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা।স্থানীয় জানা গিয়েছে, গরুগুলিকে দলে দলে নির্দিষ্ট জায়গায় এনে রাখা হচ্ছিল। আসলে গরুগুলির থেকে দুধ সংগ্রহ করে তাদের আবার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হত। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। যে ফার্মে আগুন লেগেছে সেটি টেক্সাসের দুধ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানা যাচ্ছে। মৃত গবাদি পশুর মধ্যে গরুর সংখ্যায় সব থেকে বেশি বলে ফার্ম সূত্রে খবর ।দ্রুত দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।