চাকরি-প্রতা.রণায় ধৃ.ত চণ্ডীপুরের সিপিএম কর্মী, পাঁচদিনের পুলিশ হে.ফাজতের নির্দেশ

0
3

শাসকদলের দিকে আঙুল তোলা সিপিএমের (CPIM) কর্মীর বিরুদ্ধেই এবার চাকরি প্রতারণার অভিযোগ। সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ঘটনায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের সিপিএম কর্মীকে পার্থ মণ্ডলকে (Partha Mandal) গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ (Police)। শুক্রবার তাকে চুঁচুড়া আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

নন্দীগ্রাম (Nandigram) থানার অন্তর্গত সাইবারির বাসিন্দা স্বপনকুমার দাস এক ছেলে ও মেয়ের চাকরির জন্য পার্থ ও পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা অমিত পায়রাকে কয়েক ধাপে মোট ১৩ লক্ষ টাকা দেন বলে অভিযোগ। বৃহস্পতিবার, একটি ভুয়ো নিয়োগপত্র নিয়ে চুঁচুড়া হাসপাতালে যান স্বপন দাস ও তাঁর ছেলে কৌশিক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়ো।

এরপরেই তিনি চুঁচুড়া থানার অভিযোগ দায়ের করেন। ঘটনাচক্র এই চাকরি দেওয়ার জন্য পার্থ মণ্ডল আরও দেড় লাখ টাকা দাবি করেছিলেন। আর সেই বাকি টাকা নিতে এসেই পুলিশের জালে ধরা পড়েন সিপিএম কর্মী। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার ঘটনায় দলীয় কর্মী জড়িয়ে থাকার ঘটনায় অস্বস্তিতে সিপিএম।