রাজ্যে ক্ষমতায় নেই। তৃণমূলস্তরে নেই আহামরি সংগঠন। কিন্তু গত কয়েক বছরে রাজ্যের বুকে একের পর এক পেল্লাই পার্টি অফিস করে ফেলেছে বঙ্গ বিজেপি। প্রতিটি জেলায় অট্টালিকার মতো দলীয় দফতর করে ফেলেছে বিজেপি। এবার আরও একটি নতুন পার্টি অফিস, থুড়ি অট্টালিকার উদ্বোধন হতে চলেছে। সাড়ে তিন কোটির এই পার্টি অফিস উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ।
আরও পড়ুন:আজ-ই কি রাজস্থানের গুরুদ্বারে আত্মসমর্পণ করবেন খা.লিস্তানপন্থী অমৃতপাল?
এর আগে সিপিএম কোটি কোটি টাকা খরচ করে বীরভূমে দলীয় দফতর তৈরি করেছে। পিছিয়ে ছিল না তৃণমূলও। কিন্তু বিজেপির এই পার্টি অফিসের কাছে সেগুলি নগন্য। বিজেপির এই ফাইভ স্টার পার্টি অফিস তৈরির জন্য ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে কেনা হয়েছিল ১০ কাঠা জমি। এই জমির বর্তমান বাজার মূল্য কাঠা প্রতি ১০ লাখ টাকা।
এই জমির উপরেই তৈরি হয়েছে তিনতলা এই নতুন পার্টি অফিস। যা বিজেপির জেলা সদর কার্যালয় হতে চলেছে। পুরোটাই সম্পূর্ণভাবে মোজাইক করা। এখানে রয়েছে মিটিং হল থেকে শুরু করে বেশ কয়েকটি রুমও। এখানেও রয়েছে সেন্ট্রাল এসি। শুধু ইলেক্ট্রিক্যাল ওয়েরিং এর জন্য খরচ হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। বিজেপির বিলাসবহুল এই পার্টি অফিস এখন বীরভূমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।