রাজ্যের ন্যায্য প্রাপ্য ফেরত দিন, আমি রাজনীতি ছেড়ে দেব: শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

0
4

রাজ্যে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রীতিমতো আক্রমণ করেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজাসুজি প্রস্তাব দিলেন, “রাজ্যের ন্যায্য প্রাপ্য ১.১৫ লক্ষ কোটি টাকা ফেরত দিন, আমি রাজনীতি ছেড়ে দেব।”

শুক্রবার সন্ধ্যে নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) অভিষেক লেখেন,
“স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনি আমার কল্পিত অসুস্থতার কথা বলেছেন। কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের যে ক্ষতি করেছে তা মোকাবিলা করার চিন্তা করেননি।
যদি আমার অস্তিত্ব আপনাকে এতটাই কষ্ট দেয়, তাহলে আমার রাজ্যের ন্যায্য প্রাপ্য ১.১৫ লাখ কোটি টাকা আইনসঙ্গতভাবে পাঠিয়ে দিন এবং আমি নিজেকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে নেব।”

বাংলার দাবি নিয়ে দীর্ঘদিন থেকেই সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শহিদ মিনারের সভা থেকে তিনি দিল্লি গিয়ে বকেয়া আদায়ের কর্মসূচি ঘোষণা করেন। সেই মতো দিল্লি যান। কিন্তু যুক্তিসঙ্গত জবাব না থাকায় অভিষেক-সহ তৃণমূল প্রতিনিধি দলের মুখোমুখি হতে চাননি গিরিরাজ সিং। অভিষেক স্পষ্ট জানান, ১০০ দিনের কাজের বকেয়া না দিলে বঞ্চিতদের নিয়ে দিল্লি গিয়ে ধর্নায় বসবেন। এদিন রাজ্যে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। কিন্তু বাংলার এত বকেয়া যে কেন্দ্র আটকে রেখেছে, সে বিষয়ে কোনও কথা তাঁর মুখে শোনা যায়নি। এর পরেই অমিত শাহকে প্রবল খোঁচা দিয়ে টুইট করলেন অভিষেক।

আরও পড়ুন- ‘মায়ের কাছে মানুষের কল্যাণের কথা বলেছি’, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে অমিত শাহ