নিশীথ-কনভয়কাণ্ডে CBI তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

0
1

কলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) উপর হামলায় ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২৮ মার্চ এই মামলায় হাই কোর্ট CBI তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ খারিজ করে মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠালো শীর্ষ আদালত।

কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের BJP সাংসদ নিশীথের কনভয়ে ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় হামলার অভিযোগ ওঠে। সেই মামলায় গত ২৮ মার্চ হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের রায় দেয়। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্যেই এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া উচিত বলে পর্যবেক্ষণে বলে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই রায়ে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আপাতত রাজ্য পুলিশই এই ঘটনার তদন্ত চালিয়ে যাবে। মামলার ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা ফেরত পাঠাল শীর্ষ আদালত।