রাজ্য জুড়ে তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, ২৪শে মে-র বদলে এবার স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে ২রা মে থেকে।
এখনও বৈশাখ মাস পড়েনি। কিন্তু চৈত্রের শেষবেলা থেকেই গরমের দাপট টের পাচ্ছে রাজ্যবাসী। তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে রাজ্যের একাধিক জায়গায়। কলকাতার তাপমাত্রা ৪০-এর কাছাকাছি পৌঁছেছে বুধবার। এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। তাই পড়ুয়াদের শরীরের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ছুটি এগিয়ে আনার নির্দেশ দেন। সেই মতো ৩ সপ্তাহ ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটির এই নির্দেশ কার্যকর হবে। বেসরকারি স্কুলগুলিকেও ছুটি এগিয়ে আনার আবদেন জানানো হবে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- মিড-ডে মিল নিয়ে কেন্দ্রের রিপোর্ট বিজেপি পার্টি অফিসে তৈরি, দাবি শিক্ষামন্ত্রীর





































































































































