মোমিনপুরকাণ্ডে অ.ভিযুক্তদের খোঁজ দিলেই মিলবে বড় অঙ্কের পুরস্কার! হুলিয়া জারি NIA-র

0
1

মোমিনপুরকাণ্ডে (Mominpur Case) আগেভাগেই তদন্তভার হাতে নিয়েছিল এনআইএ (NIA)। এবার সেই মামলায় ৭ অভিযুক্তের নামে হুলিয়া জারি করল এনআইএ আদালত (NIA Court)। আর এই সাতজনই অন্যতম ষড়যন্ত্রকারী। তবে যে বা যারা এই পলাতকদের খোঁজ দিতে পারবে তাঁদের ১ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেবেন গোয়েন্দারা। এমনই ঘোষণা করা হয়েছে গোয়েন্দাদের তরফে। এনআইএ সূত্রে খবর, অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করেছিল এনআইএ আদালত। অভিযুক্তদের পলাতক বলেও ঘোষণা করা হয়। কিন্তু এরপরও আত্মসমর্পণ (Surrender) করেনি তারা। এমনকী অভিযুক্তদের খোঁজও পাননি গোয়েন্দারা। আর এমন পরিস্থিতিতে বুধবার এহেন পদক্ষেপ করল এনআইএ আদালত।

জানা গিয়েছে, ইতিমধ্যেই NIA-র তরফ অভিযুক্তদের নাম ও কেস ডিটেইলস পোস্টার আকারে জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে। যে বা যারা এই পলাতকদের খোঁজ দিতে পারবে তাঁদের ১ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেবেন গোয়েন্দারা। এরপরও অভিযুক্তদের খোঁজ পাওয়া না গেলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে আদালত এমনটাই এনআইএ সূত্রে খবর। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি পলাতক এই সাতজনের বিরুদ্ধে এনআইএ আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সালাউদ্দিন সহ তিনজনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৬ লক্ষ টাকা। আর সেই ঘটনা থেকেই গোয়েন্দাদের অনুমান, ওই তিনজনের বিশেষ কোনও পরিকল্পনা ছিল। মোট ১৬ জনের নামে সম্প্রতি চার্জশিট (Charge Sheet) পেশ করেছে এনআইএ। মোট আটজনকে এই মামলায় গ্রেফতার করেছিল এনআইএ। তাঁদের বিরুদ্ধে হিংসা ছড়ানো সহ একাধিক ধারায় মামলা হয়েছিল।

উল্লেখ্য, গত বছর ৮ অক্টোবর, লক্ষ্মীপুজোর রাতে ও তার পরদিন সকালে মোমিনপুরে অশান্তির ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। আগুনে পুড়িয়ে দেওয়া হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরবাইক। গোটা ঘটনায় এলাকায় জারি হয় ১৪৪ ধারা। এরপরই মোমিনপুরের ঘটনায় পাঁচটি এফআইআর (FIR) দায়ের করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। গঠন করা হয় সিটও (SIT)। NIA তদন্তভার গ্রহণ করতেই কলকাতা পুলিশর কাছে ঘটনা নিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে SIT। সেই ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজন গ্রেফতার হলেও মাস্টার মাইন্ডরা এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি।