প্রয়াত মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা

0
1

প্রয়াত মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়্যারম্যান কেশব মাহিন্দ্রা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।বুধবার সকালে একটি টুইটে তাঁর মৃত্যুর খবর জানান, ‘ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথোরাইজেশনে’র চেয়ারম্যান পবন গোয়েঙ্কা।

আরও পড়ুন:৫ বারের কাউন্সিলর, খড়গপুর পৌরসভার নতুন চেয়ারম্যানের সঙ্গে পরিচয় করুন

১৯৪৭ সালে বাবার সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রায় যোগ দেন কেশব। ১৯৬৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ছিলেন সংস্থার চেয়ারম্যান। তিনি অবসর নেওয়ার পর তাঁর ভাইপো আনন্দ মাহিন্দ্রা তাঁর স্থলাভিষিক্ত হন। তবে, ২০২৩ সালেও ফোর্বস প্রকাশিত ভারতীয় ধনকুবেরদের তালিকায় ছিলেন কেশব মাহিন্দ্রা।

কেশবের প্রয়াণের খবর জানিয়ে টুইটে শিল্পপতি পবন গোয়েঙ্কা লেখেন, ‘শিল্পজগত অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বকে আজ হারাল। তাঁর সঙ্গে বৈঠক থাকলেই আমি মুখিয়ে থাকতাম। তিনি যেভাবে বাণিজ্য, অর্থনীতি ও সামাজিক বিষয়ে অবদান রেখেছিলেন তা আমাকে বরাবরই অনুপ্রাণিত করেছে।’

পেনসিলভ্যানিয়ার এক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকতায় ঊত্তীর্ণ হওয়ার পর বাবার সংস্থায় যোগ দেন কেশব। এরপর সেটিকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে সক্ষমও হন। জিপ গাড়ির অ্যাসেম্বলার থেকে ক্রমেই মাহিন্দা অ্যান্ড মাহিন্দ্রা পা বাড়ায় নানা ক্ষেত্রে। ট্র্যাক্টর ও ক্রীড়া সংক্রান্ত যান ছাড়াও সফটওয়্যার, রিয়েল এস্টেট প্রভৃতি বিভিন্ন দিকে সংস্থা নিজস্ব পরিচিতি তৈরি করতে সক্ষম হয়। বর্তমানে যার রমরমা বাজার। উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়কালে তিনি প্রধানমন্ত্রীর বাণিজ্য ও শিল্প কাউন্সিলের সদস্য ছিলেন।