Entertainment : শুটিং চলাকালীন বি*স্ফোরণ, গুরুতর আহ*ত সঞ্জয়!

0
1

সিনেমার দৃশ্যে শুটিং করতে গিয়ে গুরুতর আহত অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। বেঙ্গালুরুর আশেপাশের অঞ্চলে কন্নড় ছবি ‘কেডি’-র সেটে আচমকা বোমা বিস্ফোরণ হয়। সেই সময় সেখানেই উপস্থিত ছিলেন বলিউডের মুন্না ভাই (Munna Bhai)। বোমা ফেটে গুরুতর আহত হন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। তাঁর হাতে, কনুইয়ে ও মুখে আঘাত লেগেছে বলে বিটাউনে খবর। সঙ্গে সঙ্গেই অভিনেতাকে চিকিত্‍সার জন্য নিয়ে যাওয়া হয়। আপাতত ছবির শুটিং বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।

‘কেডি’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। সেইসময় ক্যামেরার নেপথ্যে ছিলেন ফাইট মাস্টার রবি ভার্মা। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। প্রায় চার দশক ধরে বলিউডে অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। তবে এবার বেশিরভাগ ছবিতেই তিনি ভিলেন। এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ কাজ করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়ক তিনি। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতেও শাহরুখের সঙ্গে কাজ করেছেন সঞ্জয়। ১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে বাঁধা হয়েছে ‘কেডি’ ছবির চিত্রনাট্য। তবে আপাতত বন্ধ ছবির শুটিং।