দুয়ারে সরকার শিবিরে জমা পড়া সব আবেদনের দ্রুত নিষ্পত্তির নির্দেশ মুখ্যসচিবের

0
3

চলতি দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরে জমা পড়া সব আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিল রাজ্য সরকার (State Government)। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা প্রায় দু’কোটি। চলতি দুয়ারে সরকার শিবিরে নতুন করে আরও প্রায় সাত লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি জমা দেননি। তাই সুবিধাপ্রাপ্তিতে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সেই সমস্যার সমাধানের নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibendi)।

রাজ্য টাকা ছাড়লেও KYC জমা না দেওয়ায় বেশ কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে তা ঢুকছে না। সংখ্যাটা প্রায় তিন লক্ষ। গত মঙ্গলবার মুখ্যসচিব রাজ্যের সমস্ত জেলার প্রশাসনকে নিয়ে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে তিনি বলেন, কেওয়াইসি সমস্যায় দ্রুত ইতি টানতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

ভবিষৎ ক্রেডিট কার্ডের মতো ব্যাঙ্ক ভিত্তিক প্রকল্পগুলির সুবিধা যেন বেশির ভাগ মানুষ পান- সেই বিষয়েও জেলাস্তরে ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা চালানোর নির্দেশ দেন মুখ্যসচিব। তাঁর নির্দেশ, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন কোনও কাজ পড়ে না থাকে। মুখ্যসচিবের এই নির্দেশের পরেই বাড়ছে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার জল্পনা। নবান্ন সূত্রে খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট।