তৃণমূল নিয়ে বিরোধীদের এত মাথাব্যথা কেন? খোঁচা কুণালের

0
1

বেশ কয়েকটি কারণে সদ্য জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল । পঞ্চায়েত ভোটের আগে এ রাজ্যের শাসকদলের এই স্বীকৃতি হারানো নিয়ে বিরোধীদের সমালোচনাকে ধর্তব্যের মধ্যেই আনলেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কুণাল বলেন, তৃণমূল কংগ্রেস কেন জাতীয় দলের স্বীকৃতি হারাল, কমিশন কী বলছে, সে সব নিয়ে কোনও মন্তব্য করব না। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব দেখছে, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিরোধীরা যা বলছে, আমার প্রশ্ন হল, তাতে বিরোধীদের কী? এত উল্লাস কীসের? তৃণমূল সরকারের তৈরি করা সামাজিক প্রকল্প যখন জাতীয়, আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়, তখনই তা জাতীয় সম্মান পায়। মানুষ সেই সামাজিক প্রকল্পের উপকারিতা অনুভব করেন।”
কুণাল বলেন, সুপ্রিম কোর্ট এক সময় বলেছিল এই নির্বাচন কমিশনে যারা আছেন তারা কতটা নিরপেক্ষ তা দেখা উচিত। যতক্ষণ না নির্বাচন কমিশনের রিপোর্ট খতিয়ে দেখছি ততক্ষণ কোনও মন্তব্য করা ঠিক নয়।