কাঠফাটা রোদে নাজেহাল রাজাবাসী! গরম থেকে মুক্তির উপায় কী? জেনে নিন

0
1

চৈত্রের শেষলগ্নে ছক্কা হাঁকাচ্ছে গরম। চাঁদিফাটা রোদের দাপটে রীতিমত হাঁসফাস অবস্থা সাধারণ মানুষের।বর্ষবরণের আগেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কলকাতায় মঙ্গলবার আরও খানিকটা বাড়ল তাপমাত্রা।জল, ছাতা কিছুতেই যেন গরম থেকে রেহাই মিলছে না।

আরও পড়ুন:ঊর্ধ্বমুখী কো.ভিড গ্রাফ! একদিনে মৃ*ত ২১

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবারের চেয়ে যা বেশ খানিকটা বেশি। এ ছাড়া, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

রাজ্যের পশ্চিমাঞ্চলে এখনই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে গরম ধীরে ধীরে বাড়তে পারে। তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। কলকাতাতেও গত কয়েক দিনে ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে রোদের তেজ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাঠফাটা রোদ মাথায় করেই গন্তব্যে পৌঁছতে হচ্ছে নিত্যযাত্রীদের। সন্ধ্যা কিংবা রাতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি থাকছে, যে কারণে গরমের অস্বস্তিতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।

তবে গরম থেকে রেহাই এর উপায় হিসেবে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।সেগুলি হল-
১) বেশি করে জল খাওয়া
২) বাইরে বেরোলে ছাতা, টুপি, রোদচশমা ব্যবহার করা
৩)বয়স্ক ও শিশুদের খুব দরকার না পড়লে বাইরে না বের করা।
৪) সাদা সুতির পোশাক পরা