রাজ্যের সঙ্গে সংঘাতের আবহে মুখ্যসচিবকে জরুরি তলব রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। ইতিমধ্যেই মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী পৌঁছেছেন রাজভবনে। রাজ্যপালের সঙ্গে তিনি বৈঠক করছেন বলেই সূত্রের খবর। তবে কেন এই জরুরি তলব তা নিয়ে ধোঁয়াশা।
জানা গিয়েছে, মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে মঙ্গল সকালে তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তলবের কারণ জানা যায়নি।
ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছেন বলেও জানা গিয়েছে। ঠিক কী বিষয়ে বৈঠক তা জানা যায়নি এখনও।
উল্লেখ্য, দিনকয়েক আগেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের চিঠি পাঠিয়েছিল রাজভবন। বলা হয়েছিল সাপ্তাহিক রিপোর্ট জমা দেবেন উপাচার্যরা। তার মাঝেই সোমবার দ্বিতীয় দফায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজ্যপাল অধ্যক্ষদের সঙ্গে জাতীয় শিক্ষানীতির প্রস্তাবিত কাঠামো নিয়ে আলোচনায় বসেন।




































































































































