অনেক আশা নিয়ে রাজধানীতে ছুটে গিয়েছিলেন এরাজ্যের DA আন্দোলনকারীরা। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupodi Murmu) বা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagadeep Dhankar)। মঙ্গলবার, দিল্লিতে (Delhi) শেষ হল দু-দিনের ধর্না।

বকেয়া ডিএ-র দাবিতে দিল্লিতে দুদিনের ধর্না-আন্দোলনের ডাক দিয়েছিল সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। তাদের আশা ছিল কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের মঞ্চে ভিড়ে জমাবেন। কলকাতায় তাদের ধর্না মঞ্চে দেখা গিয়েছিল রামধনু জোট। বাম-কংগ্রেস-বিজেপি ছিল তাদের মঞ্চে। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর উঁচিয়ে নিজেদের পালে হাওয়া লাগাতে চেয়েছিল বিজেপি-বামেরা। কিন্তু রাজধানীতে সেই লক্ষ্য পূরণ হবে না। সেই কারণেই, হয়ত সময় দিলেন না কোন নেতাই। মঞ্চে আসার কথা থাকলেও যাননি কোনও কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিল ডিএ আন্দোলনকারীদের। শেষমেষ তাও হয়নি। অবশেষে মুখ রক্ষার্থে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে দেখা করে ডিএ আন্দোলনকারীদের প্রতিনিধিদল। শেষ পর্যন্ত কার্যত খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের।
আরও পড়ুন- রাজভবনে নববর্ষের অনুষ্ঠান নিয়ে খোঁচা কুণালের






































































































































