আফগানিস্তানে ফের তা*লিবানি ফ*তোয়া, মহিলাদের প্রবেশ নি*ষিদ্ধ রেস্তোরাঁয়

0
1

আফগানিস্তানে আরও এক তালিবানি ফতোয়া। অভিযোগ,মহিলাদের অনেকেই আজকাল হিজাব না পরে রাস্তায় বেরোচ্ছেন । রেস্তোরাঁতেও হিজাব ছাড়াই প্রবেশ করছেন মহিলারা। সেই কারণে রীতিমত রুষ্ট হয়ে মহিলাদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ করল তালিবান সরকার।

আরও পড়ুন:জীবন পাল্টে গিয়েছে তারকেশ্বরের মামনির, সৌজন্যে মৎস্যজীবী ক্রেডিট কার্ড

জানা গেছে, আফগানিস্তানে ধর্মীয় ব্যক্তিত্বেরা হিজাব ছাড়া মহিলাদের আচরণ নিয়ে সরকারি আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, মহিলারা হিজাব না পরে ধর্মীয় অনুশাসন মানছেন না। এর ফলে রেস্তোরাঁগুলিতে নারী পুরুষ একসঙ্গে মিলেমিশে যাচ্ছেন।লিঙ্গের এই মিশ্রণ একেবারেই ভালো চোখে দেখছেন না ধর্মীয় ব্যক্তিত্বরা।

আপাতত আফগানিস্তানের হেরাত শহরের কিছু রেস্তোরাঁর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।তালিবানের মুখপাত্র জানিয়েছেন, সাধারণ মানুষ এবং দেশের গণ্যমান্য ব্যক্তিত্বের কাছ থেকে বার বার অভিযোগ পেয়ে সরকার এহেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আপাতত এই নিষেধাজ্ঞা কেবলমাত্র পার্ক-যুক্ত খোলামেলা রেস্তোরাঁগুলির জন্য প্রযোজ্য, যেখানে পুরুষ এবং নারী একে অপরের সঙ্গে দেখা করতে পারেন। দেশের অন্য রেস্তোরাঁ এবং পার্কগুলির উপরেও নজর রাখছে তালিবান। মহিলা এবং পুরুষের বেশি মেলামেশা করলে সেখানেও নিষেধাজ্ঞা জারি করা হবে।