রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন রিঙ্কু সিং। তাঁর ঝড়ো ব্যাটে ভর করেই অবিশ্বাস্য জয় পায় কলকাতা নাইট রাইডার্স। গুজরাতের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে কেকেআরের দরকার ছিল ২৯ রান। হাতে ছিল তিন উইকেট। প্রথম বলে এক রান নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। তারপরই ইতিহাস তৈরি করেন রিঙ্কু। শেষ ওভারে বল করছিলেন যশ দয়াল। ওই ওভারের পর স্বভাবতই ভেঙে পড়েন যশ। তাঁর পাশে দাঁড়ান রিঙ্কু। ঘটনাচক্রে যশ হলেন রিঙ্কুর ভালো বন্ধু। যশের ওভারে ওরকম মারকুটে ব্যাটিং-এর পরই যশকে মেসেজ করেন রিঙ্কু। বলেন ভেঙে না পরতে।
এদিন এক সাক্ষাৎকারে রিঙ্কু বলেন,”ক্রিকেটে তো এসব হতে থাকে। হ্যাঁ, আমরা ভালো বন্ধু। কিন্তু ক্রিকেটের মাঠে কী বন্ধুত্ব থাকবে। ম্যাচের পর যশের সঙ্গে কথা হয়নি। একটি মেসেজ করে দিয়েছিলাম যে ক্রিকেটে এসব হয়। কারণ গত বছর ও খুব ভালো খেলেছিল। এটা ক্রিকেটের অংশ। এসব তো হয়। মেসেজ করে মোটিভেট করেছিলাম।”
যশের পাশে দাঁড়ায় কেকেআরও। কেকেআরের তরফ থেকে বলা হয়, “মাথা উঁচু করে থাকো। মাঠে স্রেফ একটা খারাপ দিন গিয়েছে। ক্রিকেটের সেরা খেলোয়াড়দের সঙ্গেও এরকম হয়। তুমি একজন চ্যাম্পিয়ন যশ দয়াল। তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।”
আরও পড়ুন:রিঙ্কুর ঝড়ো ইনিংসে মজে বলিউড, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা