কম্বল বিতরণকাণ্ডে হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি

0
2

কম্বল বিতরণ কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি । বেশ কয়েকটি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। শর্তগুলি হল ‘তদন্তে সহযোগিতা করতে হবে। কোনও সাক্ষীকে হুমকি দেওয়া যাবে না। শুনানির দিনে আদালতে হাজিরা দিতে হবে। কোন তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না’, আসানসোল পুরসভা এলাকায় প্রবেশ করবেন না জিতেন্দ্র তিওয়ারি’, এমনই নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিন জনের। ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি, যিনি জিতেন্দ্রর স্ত্রী। ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বেরিয়ে যাওয়ার পরই হুলস্থুল বাধে বলে জানা যায়। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১৮ মার্চ, উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেরনোর সময় চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছিলেন, আপনারা চক্রান্ত করছেন। আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন। আরও চামচাবাজি করুন ।