সপ্তাহের শুরুতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল! কথা বললেন উপাচার্যের সঙ্গে

0
3

সপ্তাহের শুরুর দিনই চমক দিলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আচমকাই গাড়ি ঘুরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে হাজির হলেন রাজ্যপাল সি ভি আনন্দ । সোমবার সারপ্রাইজ ভিজিটে সরাসরি বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে পৌঁছে যান তিনি। উপাচার্যের পৌঁছনোর আগেই রাজ্যপালকে দেখে হকচকিয়ে যান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া -শিক্ষক সকলেই। প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন:আজ সুপার কাপের প্রথম ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ গোকুলাম কেরালা


রাজভবন সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার কোনও পূর্ব কর্মসূচি ছিল না রাজ্যপালের। তিনি এদিন গাড়ি ঘুরিয়ে ক্যাম্পাসে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেখানে উপস্থিত হয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন উপাচার্য এবং রেজিস্ট্রারের সঙ্গে। সি ভি আনন্দ বোসের এই সারপ্রাইজ ভিজিট অত্যন্ত খুশি বিশ্ববিদ্যালয়ের সকলেই।

প্রসঙ্গত, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পদে নিয়োগ-পুনর্নিয়োগের প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, , বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে থাকবেন রাজ্যপালই।