কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দেড় কোটি পত্রাঘাত, দিল্লিতে ২ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট: অভিষেক

0
1

বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছে কেন্দ্রের মোদি সরকার। রাজনৈতিক প্রতিহিংসা মেটাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বিষয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত এক থেকে দেড় কোটি চিঠি সংগ্রহ করবেন তৃণমূল কর্মীরা। চিঠি সংগ্রহকে হাতিয়ার করে প্রতিটি এলাকায় আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়েছেন অভিষেক।

একনজরে আন্দোলনের রূপরেখা

• বাংলার সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ হাজার টাকা দিচ্ছে। অমানবিক মোদি সরকার আধার কার্ড – প্যান কার্ডের সংযোগ করতে সেই টাকা কেড়ে নিচ্ছে। সব জায়গায় মানুষকে একজোট করে একথা বেঝাতে হবে।
• চিঠি লিখতে হবে হাতে। কেনো টাইপ করা চিঠি গৃহীত হবে না। চিঠির প্রথমে বুথ থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক এবং ব্লক স্তর থেকে রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছবে।
• বঞ্চিতদের দিল্লি নিয়ে যাওয়ার প্রশ্নে সাধ্যমতো চেষ্টা করবে তৃণমূল।
• দিল্লির বুকে ২ লক্ষ মানুষের জমায়েত, হতে পারে ধর্নাও।

আরও পড়ুন- নিবিড় জনসংযোগের জোর, সাংগঠনিক ক্যালেন্ডার ঘোষণা অভিষেকের