নিবিড় জনসংযোগের জোর, সাংগঠনিক ক্যালেন্ডার ঘোষণা অভিষেকের

0
1

দলে ঐক্য বজায় রাখতে নিবিড় জনসংযোগে জোর দিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার, বিকেল তিনটে থেকে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল (Virtual) বৈঠকে সাংগঠনিক ক্ষেত্রে কড়া নির্দেশিকা দেন অভিষেক।

সাংগঠনিক ক্যালেন্ডার তৈরি করে দিয়েছেন অভিষেক

• ১২ এপ্রিল এর মধ্যে সবকটি জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
• ১৭ এপ্রিলের মধ্যে ব্লক কমিটির তালিকা প্রকাশ করতে হবে।
• ২৪ এপ্রিলের মধ্যে প্রতিটি অঞ্চল কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

স্বজনপোষন সহ্য করবে না দল। কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখার পর প্রয়োজনে কোনোরকম সুযোগ না দিয়ে নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। কমিটির তালিকা যদি সর্বসম্মত হয় তাহলে সেই এলাকার নেতৃত্ব তাদের স্তরেই কমিটি ঘোষণা করতে পারবেন। একটি কপি পাঠিয়ে দেবেন রাজ্য নেতৃত্বকে।

দিদির দূত এবং সুরক্ষা কবচ কর্মসূচি রাজ্যের, দলের। তা সফল করতে সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। মাথায় রাখতে হবে, যিনি যাচ্ছেন তিনি তৃণমূলের কথাই বলছেন।

 

যেখানে ডোর টু ডোর কর্মসূচি চলছে, সেক্ষেত্রেও দলীয় কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। কর্মসূচির পুরোটাই জানতে হবে ব্লক সভাপতিকে। কোন টিম কোথায় যাচ্ছে তাঁকে জানতে হবে। প্রয়োজনে টিমগুলির জলপানের দায়িত্ব নিতে হবে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ সবাই পালন করবেন বলেই আশা।

 

আরও পড়ুন- পঞ্চায়েত ভোট হবে অবাধ-গণতান্ত্রিক, মানুষের পছন্দেই তৃণমূলের প্রার্থী: নির্দেশ অভিষেকের