গঙ্গার নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান স্থগিত

0
3

গঙ্গার নীচ দিয়ে মেট্রোর দৌড়ানোর জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আজ রবিবার গঙ্গার নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান বা পরীক্ষামূলক দৌড় হল না। রবিবার শুধুমাত্র একটি জায়গা থেকে অপর একটি জায়গায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক নিয়ে যাওয়া হয়েছে বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, ‘হুগলি নদীর নীচে ওই অংশে রবিবার ট্রায়াল রান করা সম্ভব হয়নি । এদিন শুধুমাত্র (ইস্ট-ওয়েস্ট মেট্রোর) রেক চলাচল করেছে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শীঘ্রই গঙ্গার তলা দিয়ে মেট্রোর ট্রায়াল হবে। তবে আপাতত মেট্রোর তরফে কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।