রোগী মৃ.ত্যুর জের! সপ্তাহান্তে অ.শান্ত এম আর বাঙ্গুর হাসপাতাল

0
3

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের অশান্ত হয়ে উঠল এম আর বাঙ্গুর হাসপাতাল (MR Bangur Hospital)। গত মঙ্গলবারই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসা হয় কসবার (Kasba) বাসিন্দা বছর কুড়ির আমন সাউকে (Aman Shaw)। রবিবার সকালে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর এরপরই হাসপাতালে তাণ্ডব চালায় রোগীর পরিবার। অভিযোগের তির মৃত যুবকের পরিবার ও পড়শিদের বিরুদ্ধে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তাণ্ডবকারীদের আটক করে পুলিশ (Police)।

জানা গিয়েছে, গত ৪ এপ্রিল ট্রেনের মাথায় চড়েছিল ওই যুবক। এরপরই ওভারহেড তারে জড়িয়ে অগ্নিদগ্ধ হয়। পার্ক সার্কাসের (Park Circus) কাছে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, দেহের ৫০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসা চলছিল ওই যুবকের। রবিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা।

এদিকে আমনের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে আসে পরিবার ও প্রতিবেশীরা। এরপরই হাসপাতাল চত্বরে তাণ্ডব শুরু করে তারা। পাশাপাশি চিকিৎসকদের হেনস্থা করারও অভিযোগ সামনে এসেছে। এদিকে খবর পেয়েই এম আর বাঙ্গুর হাসপাতালে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের আটক করেছে পুলিশ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।