ভূস্বর্গে জ*ঙ্গি অনুপ্রবেশ রুখে বড় সাফল্য ভারতীয় সেনার! নি*হত ১ জ*ঙ্গি

0
1

সীমান্ত পার করার পরিকল্পনা ভেস্তে দিয়ে আরও একবার বড় সাফল্য পেল ভারতীয় সেনা। রবিবার ভোররাতে সীমান্ত পেরোনোর চেষ্টা করতেই ভারতীয় সেনার মুখে পড়ে জঙ্গিরা। দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। শেষমেশ ভারতীয় সেনার কাছে হার মেনে চম্পট দেয় জঙ্গিরা। যদিও সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়।

আরও পড়ুন:বিরোধীরা শুধুই ভাষণে, কামারহাটি সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের

সেনা সূত্রে খবর, রবিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চের শাহপুর সেক্টরে এই ঘটনা ঘটেছে। সীমান্তে পাহারায় থাকা জওয়ানদের নজরে আসে সন্দেহভাজন কিছু ব্যক্তি সীমান্ত পার করার চেষ্টা করছে। এরপরই সতর্ক হয়ে যান তাঁরা। জঙ্গি অনুপ্রবেশ রুখতে সচেষ্ট হন জওয়ানরা। তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় জওয়ানরাও।

বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। জম্মুতে সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। বাকিরা পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।