হারের হ‍্যাটট্রিক, দিল্লির হারে ক্ষুব্ধ দলের মালিক, ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়

0
1

চলতি আইপিএল-এ হারের হ‍্যাটট্রিক। ২০২৩ আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক‍্যাপিটালস। আর এতেই ক্ষুব্ধ দিল্লি দলের কর্ণধার পার্থ জিন্দাল। পরপর ম‍্যাচ হারায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় দিল্লি কর্ণধার লেখেন,” তিন ম্যাচ, তিন হার! এটা দেখা খুব কঠিন। ব্যাট হাতে কেউ প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না। মাঠে খুনে মানসিকতাও দেখা যাচ্ছে না। এখনও এই দলের উপর আমাদের আস্থা রয়েছে। একটা ভালো দল। আসুন আমরা দলবদ্ধ হই এবং আগামী মঙ্গলবার থেকে আবার নতুন ভাবে শুরু করি। এই দলের উপর আমার বিশ্বাস রয়েছে। এগিয়ে চল দিল্লি।”

এখনও পযর্ন্ত আইপিএল-এ তিনটে ম‍্যাচে তিনটেই হার দিল্লির। আগামি মঙ্গলবার পরবর্তী ম‍্যাচে নামছে দিল্লি। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এখন দেখার মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে কিনা সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং-এর দল।

আরও পড়ুন:রিঙ্কু সিং-এর ঝড়ো ইনিংস-এ ভর করে গুজরাতকে ৩ উইকেটে হারাল কলকাতা