‘আমার জিভটা চু.ষে দেবে?’ ভক্তকে প্রশ্ন দলাই লামার! ভিডিও ভাইরাল

0
3

এবার বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বৌদ্ধ ধর্মগুরুর এই ভিডিয়ো ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁর প্রতি সম্মান জানাতে আসা এক নাবালক ভক্তকে কাছে ডাকেন দলাই লামা। এরপর তাঁর ঠোঁটে চুম্বন করেন। সেখানেই শেষ নয়। এরকম তাঁর জিভ চুষতে বলেন ছেলেটিকে। জিভ বের করে নাবালকের কাছে নিয়ে যেতেও দেখা যায় দলাই লামাকে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

ভিডিও প্রকাশ্যে আসতেই দুনিয়াজুড়ে লামার ভক্তরা প্রবল অস্বস্তিতে পড়েছেন। অনেকেই বুঝতে পারছেন না, কিশোরের সঙ্গে এমন আচরণ কেন করলেন তিনি!

আরও পড়ুন- “রামনবমীর নামে বহিরাগত দা.ঙ্গাবাজদের বাংলার মাটিতে ঠাঁই নেই”, আওয়াজ তুললো বাংলা পক্ষ

তবে এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার বিতর্কিত কাজ কিংবা মন্তব্য করেছেন দলাই লামা। ২০১৯ সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরি যদি কোনও মহিলা হন, তাহলে তাঁকে অবশ্যই অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।