কোন্নগরে উদ্ধার যুবকের র.ক্তাক্ত দেহ! এলাকায় চাঞ্চল্য

0
4

কোন্নগরের (Konnagar) নবগ্রামে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। শনিবার রাতে কোন্নগরের নবগ্রামে বাবুসোনা দাস (২৮) নামে ওই যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যুবকের দেহে একাধিক ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) সালারের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বাবুসোনা কোন্নগরের মাস্টারপাড়া এলাকায় কর্মস্থলের কাছেই একটি ভাড়া বাড়িতে থাকতেন। শনিবার নবগ্রাম শিশু ভারতী স্কুলের কাছে তাঁর শাশুড়ির সাথে দেখা করতে এসেছিলেন। তারপরই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কে বা কারা তাঁকে ছুরি মারলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু উত্তরপাড়া থানার পুলিশ।

বাবুসোনা দাসের শাশুড়ি জানিয়েছেন, শনিবার রাতে এক ব্যক্তি বাবুসোনার সঙ্গে দেখা করতে আসে। এরপরই বাবুসোনা বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যেই চিৎকারের আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে দেখেন বাবুসোনা মাটিতে পড়ে রয়েছেন এবং এক ব্যক্তি সেখান থেকে পালাচ্ছে। তবে তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এরপরেই বাবুসোনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।