বাংলায় রামনবমীর নামে বহিরাগতদের দাঙ্গার অপচেষ্টা নষ্ট করতে ও বিজেপি পরিকল্পিত বঙ্গভঙ্গের চক্রান্তকে ব্যর্থ করতে আজ, রবিবার একটি বিশাল মিছিলের আয়োজন।করে বাংলা পক্ষ।
আরও পড়ুন- কোন্নগরে উদ্ধার যুবকের র.ক্তাক্ত দেহ! এলাকায় চাঞ্চল্য
দক্ষিণ ২৪ পরগনা বাংলা পক্ষের উদ্যোগে বাঘাযতীন স্টেশন থেকে নেতাজিনগর মোড় পর্যন্ত এক মহামিছিল অনুষ্ঠিত হয়। এই মহামিছিল বাঘাযতীন মোড়, লায়ালকা, পল্লীশ্রী, শ্রী কলোনি হয়ে জিডি বিড়লা স্কুলের মোড় থেকে নেতাজিনগর মোড়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নিয়েছিল কয়েকশো সদস্য-সমর্থক। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য ও জেলার পর্যবেক্ষক অমিত সেন, কালাচাঁদ চট্টোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগণার জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী ও উত্তর ২৪ পরগণা শহরাঞ্চলের সম্পাদক পিন্টু রায়, জলপাইগুড়ির সম্পাদক অভিষেক মিত্র মজুমদার প্রমুখ। মিছিল শেষে নেতাজিনগর মোড়ে একটি সভাও করে বাংলা পক্ষ।

বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন “বহিরাগত সংস্কৃতি আমদানি করে বাংলাকে অশান্ত করা চলবে না। দাঙ্গাবাজদের বাংলার মাটিতে কোন স্থান নেই। কারা বাইরে থেকে এসে ভোটার লিস্টে নাম তুলছে, এলাকা দখল করছে -বাংলার পুলিশ সেটায় দ্রুত তদন্ত করুক। বাংলার মাটিকে উত্তরপ্রদেশবিহার বানানোর চক্রান্ত চলছে। বাংলা পক্ষ তা হতে দেবে না।”


































































































































