চলতি আইপিএল-এ দ্বিতীয় হার মুম্বই ইন্ডিয়ান্সের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হারল রোহিত শর্মার দল। সিএসকের হয়ে দুরন্ত ব্যাটিং অজিঙ্কে রাহানের।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ইশান কিষান। অধিনায়ক রোহিত শর্মা করেন ২১ রান। সূর্যকুমার যাদব করেন মাত্র ১ রান। তিলক ভর্মা করেন ২২ রান। টিম দাভিদ করেন ৩১ রান। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে উইকেট নেন তুষার দেশপান্ডে এবং স্টানার। একটি উইকেট নেন মাগালা।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় সিএসকে। সিএসকের হয়ে ৬১ রান করেন অজিঙ্কে রাহানের। তবে শূন্য রানে আউট হন কনওয়ে। শিভম দুবে করেন ২৮ রান। ৪০ রানে অপরাজিত রুতুরাজ গায়কোওয়াড। ২০ রানে অপরাজিত রায়ডু। একটি করে উইকেট নেন জেসন বেহরেনডফ, কুমার কার্তিকে এবং পীয়ুস চাওলা।
আরও পড়ুন:হারের হ্যাটট্রিক দিল্লির, রাজস্থানের কাছে ৫৭ রানে হার ওয়ার্নারদের










































































































































