রিষড়াকাণ্ডে কড়া পদক্ষেপ প্রশাসনের, নতুন সার্কেল তৈরি করল চন্দননগর কমিশনারেট

0
2

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসা ও অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। এবার রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কেল তৈরি করল চন্দননগর পুলিশ। দায়িত্ব পেলেন প্রবীর দত্তকে। যিনি রিষড়া থানার প্রাক্তন ওসি। বর্তমানে তিনি চন্দননগর পুলিশ কমিশনারেটে গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। যেহেতু আগে রিষড়া থানার ওসি থাকার সুবাদে তাঁর অভিজ্ঞতা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজে লাগবে বলে মনে করছে চন্দননগর পুলিশ।

ওসির কাজকে তত্ত্বাবধানে রাখার জন্য তাঁর উপর একজন সার্কেল ইনসপেকটরকে নিযুক্ত করা হল। প্রসঙ্গত, চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে ৭টি থানা রয়েছে। তারমধ্যে একমাত্র রিষড়া থানা-ই ওসি থানা। বাকি ৬টি থানা আইসি থানা। এবার থেকে রিষড়া থানাও একজন ইনসপেকটরের তত্ত্বাবধানে চলে এল।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রিষড়াকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা দেয় পুলিশ। রিপোর্টে বলা হয়েছে, গত ২ এপ্রিল রামনবমীর মিছিল থেকে স্থানীয়দের উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছিল। মিছিলে তরোয়াল, আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্ররোচনা ছড়ানো হয়। বেআইনি ডিজে বক্স ব্যবহার করা হয়। এমনকি মিছিল থেকে ইট-পাথর ছোড়া হয়। যার পালটা স্থানীয়রাও পরে ইট-পাথর ছুড়তে শুরু করে।

আরও পড়ুন- “অসাধারণ অভিজ্ঞতা”! সুখোই-৩০ যু.দ্ধবিমানে উড়লেন রাষ্ট্রপতি