থানার সামনে দুর্ঘ*টনা, লরির ধা*ক্কায় মৃ*ত্যু পুলিশের!

0
1

অন্যান্য দিনের মতো শনিবার সকালেও ডিউটিতে যাচ্ছিলেন ঠাকুরপুকুর থানার (Thakurpukur Police Station) কনস্টেবল শিশির মন্ডল (Sisir Mondal)। বেহালার বিজি প্রেসের বাড়ি থেকে মোটরবাইকে চেপে ডিউটিতে আসার পথেই থানার সামনে লরির ধাক্কায় (Road Accident) তাঁর মৃ*ত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ঠাকুরপুকুর থানার কনস্টেবল বছর ৪৪ – এর শিশির মণ্ডল, আনুমানিক ছটা নাগাদ থানার কাছে যখন ইউ টার্ন নিচ্ছিলেন সেই সময় পিছন থেকে বালি বোঝাই লরি তাঁর বাইকে ধাক্কা মারে। তড়িঘড়ি তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে (Vidyasagar State General Hospital) নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঠাকুরপুকুর থানার পুলিশ লরি আটক করেছে তবে চালক এখনও পলাতক। ঘটনায় শোকের ছায়া ওই পুলিশকর্মীর পরিবারে।