তামিলনাড়ুতে(Tamilnadu) নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে শ্রীলঙ্কার তামিল জঙ্গি সংগঠন এলটিটিই(LTTE)। এই জঙ্গি সংগঠনের কোমর ভাঙতে এবার উঠে পড়ে লাগল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ(NIA)। শনিবার সকাল থেকে চেন্নাইয়ের(Chennai) একাধিক জায়গায় শুরু হল তল্লাশি অভিযান(Raid)। জঙ্গিযোগ ১ ব্যক্তিকে গ্রেফতারও করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে একটি মাদক ও অস্ত্র-শস্ত্র পাচারের চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। এই চক্রের বিরুদ্ধেই শনিবার সকাল থেকে অভিযান শুরু করল এনআইএ। তামিলনাড়ুকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্রের কারবার চালাত এই চক্র। তবে বেআইনি কারবারের আড়ালে আরও বড় অভিসন্ধি করেছিল এই পাচারচক্রটি। এনআইএর তরফে জানা গিয়েছে, গোপনে শ্রীলঙ্কার তামিল গোষ্ঠীর জঙ্গি সংগঠন এলটিটিই-র পুনর্জাগরণের উদ্দেশ্য কাজ চালিয় যাচ্ছিল এই কার্টেল। এর বিরুদ্ধেই অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।
এনআইএ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার সকাল থেকে চলা অভিযানে এই কার্টেলের সপক্ষে বেশকিছু তথ্যপ্রমাণ হাতে পেয়েছে এনআইএ। যার ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছে একজনকে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে মাদক, অস্ত্র-শস্ত্র, নগদ টাকা ও নথি সহ আরও নানা বেআইনি সামগ্রী।










































































































































