উপাচার্য নিয়োগের(VC recruitment) আইনে এবার বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার(State Govt)। সার্চ কমিটিতে আর ৩ জন নয়, এবার থেকে এই কমিটিতে রাখা হবে ৫ জনকে। নতুন সার্চ কমিটিতে ইউজিসি মনোনীত প্রতিনিধিকে রাখা হবে বলে নবান্ন(Nabanna) সূত্রে খবর। আগামী ১ বৈশাখের পর বৈঠকে বসবে রাজ্য মন্ত্রিসভা। সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলিতে(University) স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য যে আইন রয়েছে, সেই আইনে সার্চ কমিটিতে বদল আনার জন্য প্রস্তাব পেশ করা হবে। প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মিললে তা রাজ্যপালের(Govornor) কাছে অর্ডিন্যান্সের আকারে অনুমোদনের জন্য পাঠানো হবে। সেই অর্ডিন্যান্স কার্যকর হলেই উপাচার্য নিয়োগের আইনে বড় বদল আসবে পাকাপাকিভাবে।

নবান্ন সূত্রে খবর, উপাচার্য নিয়োগের জন্য পাঁচ সদস্যের নতুন যে সার্চ কমিটি গঠন করা হবে সেখানে ইউজিসির মনোনীত প্রতিনিধি থাকবেন, রাজ্যপালের মনোনীত প্রতিনিধি থাকবেন, বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের মনোনীত প্রতিনিধি থাকবেন, উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি এবং রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি থাকবেন। প্রসঙ্গত এই কমিটি গঠনের আইন সংশোধনের জন্য ইতিমধ্যে খসড়া অনুমোদন দিয়েছে আইন দফতর। বর্তমানে অর্থ দফতরে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। অর্থ দফতর থেকে সবুজ সঙ্কেত পেলেই ১৭ এপ্রিলের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে বলে সূত্রের খবর।







































































































































