গুড় বাতাসা নিয়ে তিহার জেলে অনুব্রত সাক্ষাতে সিপিএম

0
1

নির্বাচনের আগে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের(Anubrata Mondal) মুখে শোনা যেত নানান ধরনের দাওয়াই। সে তালিকায় কখনো থাকতো পাঁচন, কখনো নকুল দানা, তো কখনো গুড় বাতাসা। তবে সময় পেরিয়েছে একদা বীরভূমের(Birbhum) ‘বাদশা’ এখন তিহার জেলে(Tihar Jail) বন্দিদশা কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে অনুব্রতর দাওয়াই নিয়ে অনুব্রত সামনে হাজির হলো সিপিএম(CPM)। হাতে তাদের গুড় বাতাসা। অনুব্রতকে উদ্দেশ্য করে বামেদের এহেন রসিকতা দেখে অবাক রাজ্যবাসী।

বৃহস্পতিবার সকালে তিহার জেলের সামনে হাজির হন সিপিএমের শ্রমিক সংগঠনের ৬ জন। তারা হলেন কলকাতা কর্পোরেশনের কর্মী অজিত দাস, সঞ্জয় ঘোষাল, বিজয় দত্ত, নারায়ণ দলুই, মহম্মদ সেলিম এবং কালাচাঁদ দাস নাম। এই ছয় বাম কর্মীর হাতে দেখা যায় গুড় বাতাসা। জানা গিয়েছে, এদিন কলকাতা কর্পোরেশনের ওই কর্মীরা তিহার জেলের সিপাইদের জানান, তাঁরা সঙ্গে আনা গুড়-বাতাসা অনুব্রতকে দিতে চান। বলার অপেক্ষা রাখে না অনুব্রতর এহেন দুর্দশায় তার সঙ্গে নিষ্ঠুর ঠাট্টা করতেই এই পরিকল্পনা করেন বাম কর্মীরা। যদিও নিরাপত্তা রক্ষীরা স্পষ্ট জানিয়ে দেন জেলবন্দি কাউকে এভাবে কিছু দেওয়া সম্ভব নয়। একইসঙ্গে এটাও জানানো হয় আদালতের নির্দেশ অনুযায়ী অনুব্রতকে বাইরের খাবার দেওয়া বর্তমানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।