রাতের শহরে ডিভাইডারে ধাক্কা বাসের!গুরুতর আ*হত ৩ পড়ুয়া

0
2

রাতের শহরে ভয়াবহ বাস দুর্ঘটনা! চিংড়িঘাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের বাস। গুরুতর জখম হন ওই বাসে থাকা হোটেল ম্যানেজমেন্টের বেশ কয়েকজন পড়ুয়া।তাঁদের মধ্যে ৩ জনকে SSKM-এর ট্রমা কেয়ারে রাখা হয়েছে। বাকিদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।পলাতক বাসের চালক।

আরও পড়ুন:মমতার সততার মূর্ত প্রতীক, ইটভাটায় কাজ করে সংসার চালান পঞ্চায়েত প্রধান


জানা গেছে,বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল। চিংড়িঘাটা মোড়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে বাসটি। এরপর সেটি ধাক্কা মারে একের পর এক দোকানে। গুড়িয়ে দেয় একটি গুদাম ঘর। ভেঙে যায় একাধিক দোকান। দুমড়ে মুচড়ে যায় বাসটিও।আহত পড়ুয়াদের বাস থেকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেতেই ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পৌঁছে বাসের খালাসিকে আহত অবস্থায় উদ্ধার করে।


দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ভলভো বাসটি সামনের অংশ একেবারে তুবড়ে গিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে বাসটিকে পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। চালকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। কোনও ভাবে বাস চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং তার থেকেই এই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।