আজ আইপিএল-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রায় তিন বছর ঘরের মাঠে নামছে নীতীশ রানার দল। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরেছিল নাইট শিবির। তারা চাইছে আরসিবি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের স্মরনীতে ফিরতে। ওপর দিকে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পায় আরসিবি। কেকেআরের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া বিরাট কোহলি-ফ্যাফ ডুপ্লেসিরা।

এদিকে করোনা প্রবাহ কাটিয়ে প্রায় তিন বছরের বিরতির পর বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কেকেআর বাহিনী। আর সেই কারণেই নিজেদের ঘরে ফেরার গানকে তুলে ধরতে এই বছর নাইটদের নতুন স্লোগান আনল কেকেআর। তাদের নতুন স্লোগান ” বাড়ি ফিরছি এবার, আমি কেকেআর।”



নাইটদের এই ঘরের ফেরার উৎসব পালন করতে, কলকাতা শহরের ঐতিহ্যশালী কিছু স্থানকে ফ্র্যাঞ্চাইজির রঙ, অর্থাৎ বেগুনি রঙে আলোকিত করা হয়েছে। হয়েছে সাজানোও। যার মধ্যে রয়েছে হাওড়া ব্রিজ, পার্ক স্ট্রিট, শহরের একটি পাঁচতারা হোটেল, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা রাঙানো হয়েছে বেগুনি আলোয়। এমনকি ম্যাচের সময়ে ইডেন গার্ডেন্সও বেগুনি আলোয় আলোকিত থাকবে।

আরও পড়ুন:Malaika-Arjun News : বিয়ের কথা স্বীকার বলিউডের ‘মুন্নির, অর্জুনের সঙ্গে মালাবদল কবে!










































































































































