বিয়ের কোনও বয়স হয় কি? ৫০ বছরে বলিউডের ‘মুন্নি’র বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি দেখে অন্তত তেমনটাই মনে করছে মায়ানগরী। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রায় ১২ বছরের ছোট অর্জুন কাপুরের (Arjun Kapoor)প্রেমে পড়েন মালাইকা আরোরা (Malaika Arora)। দুজনকে মাঝে মাঝেই এখানে ওখানে ডেট করতে দেখা যায়। অবশ্য নিজেদের থেকে কম বয়সী অভিনেতার প্রেমে পড়ার তালিকায় বলিউড নায়িকাদের (Bollywood Actress) জুড়ি মেলা ভার। মধুবালা (Madhubala)থেকে শুরু করে ঐশ্বর্য, প্রিয়াঙ্কা (Priyanka Chopra)থেকে শুরু করে মালাইকা , বলি নায়িকাদের তালিকা সত্যিই দীর্ঘ। তবে বাকিরা প্রেমে করে বিয়ে করলেও শেষের জনের ক্ষেত্রে এমন কিছু ঘটেনি। তবে এবার গুঞ্জন সত্যি করে সম্পর্কের আগামী পরিণতিতে সিলমোহর দিলেন মালাইকা আরোরা। বর কি এ.কে (AK)? অর্জুনের নাম শুনে মুচকি হেসেছেন মালাইকা।

খুব তাড়াতাড়ি সাতপাকে ঘুরতে চলেছেন মালাইকা। বয়সে ছোট অর্জুনের সঙ্গে প্রথমে সম্পর্কের কথা গোপনে রাখলেও একটা সময় পড়ে জনসমক্ষে প্রেমের কথা স্বীকার করে নেন যুগলে। জুটিকে কিছুদিন আগে প্যারিসে দেখা গেছিল। ভালবাসার শহরে চুটিয়ে প্রেমের ছবিও আপলোড করেছেন দুজনে। চার বছর ধরে সম্পর্কে রয়েছেন মালাইকা ও অর্জুন। শুধু কি লিভ ইনই করবেন তাঁরা নাকি বিয়েরও পরিকল্পনা রয়েছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন যে অর্জুন ও তিনি দুজনেই সম্পর্কের পরবর্তী ধাপে পৌঁছতে প্রস্তুত। ব্যাস সেখান থেকে জোর জল্পনা, বিয়ের প্রস্তুতি শুরু করেছেন মালাইকা-অর্জুন। যদিও স্পষ্ট ভাবে কিছু না বলে খানিকটা জল্পনা বজায় রাখলেন বলিউডের ‘মুন্নি’।




 
 
 
 


































































































































