প্রায় তিন বছর পর ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ আরসিবি।ফ্যাফ ডুপ্লেসিদের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে কেকেআর-এর রঙে সেজে উঠেছে কলকাতা। ইডেনও সেজে উঠেছে একেবারে নতুনভাবে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ। আর দর্শকদের সুবিধার জন্য বিশেষ পরিষেবা আনল কলকাতা মেট্রো রেল।
শহরে কেকেআরের ম্যাচের দিন মেট্রো চলবে রাত পর্যন্ত। বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে মেট্রো রেলের তরফে। রাত ১২টা ১৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ এবং দক্ষিনেশ্বর মুখী মেট্রো পাবেন ইডেন ফেরত দর্শকরা।ওই মেট্রোগুলি কবি সুভাষ এবং দক্ষিনেশ্বরে পৌঁছাবে রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ। আইপিএল টুর্নামেন্টের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
এই নিয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন,”আমরা বিশেষ ট্রেন পরিষেবা চালাব আইপিএল ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে। প্রত্যেকটি ম্যাচ শেষ হওয়ার পরে এই ট্রেন চালানো হবে। আইপিএলের ম্যাচগুলির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
যদিও হার দিয়েই আইপিএল অভিযান শুরু করেছেন নীতীশ রানা, চন্দ্রকান্ত পন্ডিতরা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে সাত রানে হারতে হয়েছে কলকাতাকে। বিরাটদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া নাইটরা।
আরও পড়ুন:ফিফা র্যাঙ্কিং-এ উন্নতি ভারতের, শীর্ষে আর্জেন্তিনা, তৃতীয় স্থানে ব্রাজিল