শিবপুরে অশা*ন্তির ঘটনায় গ্রে*ফতার আরও এক!

0
1

রামনবমীর দিন অশা*ন্তির জেরে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মিছিলে অ*স্ত্র নিয়ে কারা গেছিল এবং ইচ্ছাকৃত ভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে প্রশাসন। আজ বুধবার থেকেই এই ঘটনার ত*দন্ত শুরু করেছে সিআইডি (CID)। মঙ্গলবার বিহারের (Bihar)মুঙ্গের থেকে মিছিলে অস্ত্রধারী যুবক সুমিত সাউকে (Sumit Sau) গ্রে*ফতার করেছিল পুলিশ। এরপর তাঁকে জেরা করে আরিয়ান নামের এক যুবকের পাশাপাশি আরও একটি নাম তদ*ন্তে উঠে আসে। এরপর হাওড়ার নন্দীবাগান (Nandibagan, Howrah)থেকে গ্রেফতার করা হয় আর এন গুপ্ত (R N Gupta)নামে অপর যুবককে।

বিহার থেকে অভিযুক্ত সুমিতকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় রাজ্যে নিয়ে আসা হয়। এই ঘটনায় পুলিশের দ্বিতীয় গ্রেফতারি আর এন গুপ্ত। জানা গেছে তিনি উত্তর হাওড়ার নন্দীবাগান এলাকার বাসিন্দা। এর আগে জেরার মুখে সুমিত পুলিশকে জানিয়েছিলেন যে অশান্তির ভয়ে তিনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে যান। প্রথমে খবর পাওয়া যায় যে সুমিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পালিয়েছে বলে পুলিশ তথ্য পেলেও, মোবাইল ট্র্যাক করে জানা যায় যে অভিযুক্ত সুমিতের ফোন লোকেশন বিহারে। সুমিত পুলিশি জেরায় জানিয়েছেন যে তিনি পালিয়ে যাওয়ার সময় আর এন গুপ্তকে আগ্নেয়াস্ত্রটি দিয়ে যান। এরপরই বুধবার তাঁকে নিজের এলাকা থেকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। এই কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার (CP) প্রবীণ ত্রিপাঠি। অভিযুক্তদের CID -এর হাতে তুলে দেওয়া হয়েছে বলেই কমিশনার জানিয়েছেন। এই ঘটনায় আর কারা জড়িত সেই তদন্ত শুরু করেছে সিআইডি ।