জেলায় জেলায় হাসপাতাল ও স্কুল গড়ার পণ: অনুষ্ঠান মঞ্চে জানালেন অরিজিৎ

0
1

জেলায় জেলায় হাসপাতাল (Hospital) ও স্কুল (School) গড়ার পণ নিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। শিলিগুড়ির অনুষ্ঠান মঞ্চ থেকে ফের সে কথা জানালেন বলিউডের নতুন প্রজন্মের হার্ট থ্রব। যে সব গ্রামের ৪০-৫০ কিমির মধ্যে কোনও হাসপাতাল নেই, সেই সব জায়গায় হাসপাতাল করতে চান অরিজিৎ। পাশাপাশি, ভালো স্কুল এবং খেলার মাঠ। ইতিমধ্যেই অবশ্য মুর্শিদাবাদে সেই কাজ কিছুটা শুরু করেছেন তিনি।

কোভিডে মাকে হারান অরিজিৎ সিং। তারপরই তিনি জেলায় জেলায় হাসপাতাল ও স্কুল গড়ার লক্ষ্যে ছুটে চলেছেন। এজন্য কাজ করছে একটি টিম। তারাই সেই রকম প্রত্যন্ত জায়গা খুঁজে বের করছে, যেখানে এক একটি জনবসতির কাছাকাছি হাসপাতাল নেই। নেই ভালো স্কুল, খেলার মাঠ।

মঞ্চ থেকেই অরিজিৎ সিং জানান, “আমি আমার ঘর মুর্শিদাবাদ থেকে কাজ শুরু করেছি। ইচ্ছে আছে সারা বাংলা তথা দেশে এই কাজ ছড়িয়ে দেব। আপনারা শুধু পাশে থাকবেন।” এই কাজে কমপক্ষে তাঁর একশো কোটি টাকার প্রয়োজন। এত টাকা মানুষের সহায়তা ছাড়া তোলা সম্ভব নয়, সেটা জানেন এই সংগীতশিল্পী। সেই কারণেই সাধারণ মানুষকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন- বালি খাদান থেকে রাজ্যের রাজস্ব একলাফে বাড়ল ৪০০ কোটি টাকা