আজ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই-লখনৌ, ধোনিকে স্বাগত জানাতে তৈরি চিপক

0
1

আজ আইপিএল-এ চেন্নাই সুপার কিংস-এর মুখোমুখি লখনৌ সুপার জায়ান্টস। দীর্ঘ তিন’বছর ফের এমএ চিদম্বরম স্টেডিয়ামে খেলতে নামছে ধোনির চেন্নাই। প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। তবে ঘরের মাঠে জয়ের জন‍্যই ঝাঁপাবে ধোনির সিএসকে।

সোমবার নিজেদের ঘরের মাঠে তিন বছর পরে নামছে ইয়েলো ব্রিগেড। তাই হলুদ জার্সিধারীদের সমর্থনের কোনও খামতি থাকবে না। তা ছাড়া চিপক স্টেডিয়ামকে ধোনি নিজের হাতের তালুর মতো চেনেন। তিনি জানেন, এই স্টেডিয়ামে ম্যাচ জিততে গেলে কি পরিকল্পনা করতে হবে। তাই কে এল রাহুলের লখনৌ-এর বিরুদ্ধে চিপক ধোনির সেই জাদু দেখার অপেক্ষায়।

এদিকে প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল-এর অভিযান শুরু করেছে লখনৌ সুপার জায়ান্টস। আত্মবিশ্বাসে ভরপুর তারা। লখনৌর বিরুদ্ধে সিএসকের ব্যাটিং অর্ডারে সেভাবে কোন পরিবর্তন না আনলেও বোলিং বিভাগে পরিবর্তন আনতেই পারে।

আরও পড়ুন:হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন চ‍্যাহাল