রবিবার আরেক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের দুরন্ত জয় পায় রাজস্থান রয়্যালস। হায়দরাবাদকে ৭২ রানে হারায় সঞ্জু সামসনের দল। আর এই ম্যাচে চার উইকেট নেন রাজস্থান ক্রিকেটার যুজবেন্দ্র চ্যাহাল। আর এই উইকেট নিতেই নজির গড়েন তিনি। প্রথম ভারতীয় বোলার হিসাবে টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেট নিলেন চ্যাহাল। শুধু তাই নয় আইপিএলে শ্রীলঙ্কার প্রাক্তন বোলার মালিঙ্গার নজিরও স্পর্শ করেন তিনি।

রবিবারের ম্যাচে চ্যাহাল ১৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নিয়েছেন হ্যারি ব্রুক, মায়ঙ্ক আগরওয়াল, আদিল রশিদ এবং ভুবনেশ্বর কুমারের উইকেট। রবিবার চ্যাহাল তৃতীয় উইকেট নিতেই টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন। ভারতীয় বোলারদের মধ্যে আর কারও এই নজির নেই। চ্যাহালের এখন উইকেট সংখ্যা ৩০১।

রবিবার হায়দারাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ২০৩ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ১৩১ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।
আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন বিরাট










































































































































