রাজ্যের অ.শান্তির ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

0
3

রামনবমীকে কেন্দ্র করে বিজেপির মিছিলে হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির ঘটনায় রাজ্যকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। ৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস সিভাগনানামের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানে মামলাকারীর পক্ষের আইনজীবী সৌম্য মজুমদার আদালতে সওয়াল করার সময় বলেন, ‘গত ৩০ মার্চ হাওড়া ও ডালখোলায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশের অনুমতি নিয়েই সেখানে মিছিল হয়েছিল।’এমনকি রিষড়ার ঘটনাও আদালতে তুলে ধরেন তিনি।

এদিকে রাজ্যে এজিকে এবিষয়ে প্রশ্ন করেন, ‘বর্তমানে কী পরিস্থিতি? পুলিশ কেন অনুমান করতে পারেনি? অভিযোগ দায়ের হয়েছে? ঘটনায় কেউ কি গ্রেফতার হয়েছে?’ বিচারপতির এই প্রশ্নের উত্তরে এজি জানান, ‘শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মিছিল শুরুর ৩০ মিনিটের মধ্যেই মিছিলকারীরা হিংসাত্মক হয়ে ওঠে। এখন শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে। হাওড়ার ঘটনার ক্ষেত্রে এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।’এদিন মামলার সওয়াল জবাবের পর আদালত, আগামী ৫ এপ্রিলের মধ্যে এই ঘটনার রিপোর্ট দিতে বলেছে রাজ্যকে।


প্রসঙ্গত, গত ৩০ মার্চ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের ফজির বাজারের পিএম বস্তি এলাকা। মিছিল চলাকালীন জি টি রোডের উপর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। স্থানীয়দের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বেঁধে যায়। প্রচুর বহিরাগত যুবক বাইক নিয়ে এসে এলাকায় চড়াও হয়। তাদের হাতে ছিল হকি স্টিক, তরোয়াল। পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু গাড়িতে। এরপরই ঘটনায় ৩৬জনকে গ্রেফতার করে পুলিশ।এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।এরপর এই ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করা হয়।