রামনবমীর দিন পুজো দিতে গিয়ে কুয়োর উপর কংক্রিটের ছাদ ভেঙে পড়ে যান বহু পুণ্যার্থী। উদ্ধারকাজ দ্রুত শুরু হলেও মারা যান ৩৬ জন। তারপর কুয়ো ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সরকার।


আরও পড়ুন:ইন্দোরের মন্দিরে কুয়োয় পড়ে দু*র্ঘটনায় মৃ*ত বেড়ে ৩৫,চলছে উদ্ধারকাজ
সোমবার সকালেই ইন্দোরের স্নেহনগরে বেলেশ্বর মন্দিরে সেই কুয়ো ভাঙার জন্য চারটি বুলডোজার আনা হয়েছে।শুরু হয়েছে ভাঙার কাজও। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও পুরসভার আধিকারিকরা। সরকারি নির্দেশে চারটি বুলডোজার দিয়ে ২০০ বছরের পুরনো মন্দিরের কুয়ো ভাঙার কাজ চলছে।

প্রসঙ্গত রামনবমীর দিনে ইন্দোরের বেলেশ্বর মহাদেব মন্দিরে মহাদেব প্রচুর মানুষ ভিড় জমান।কুয়োর ওপরে ছাদ ভেঙে পড়ায় দুর্ঘটনা ঘটে। ইন্দোরের জেলাশাসক ইলিয়ারাজা টি বলেছেন, ‘‘এই ঘটনায় মোট ৩৬ জন মারা গেছেন। ১৪ জনকে উদ্ধার করা গেছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন। দু’জন চিকিৎসার পরে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে।’’

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সঙ্গেই মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মীনারায়ণ শর্মা বলেন, শক্তপোক্ত ভিত না গড়েই কুয়োর উপর ছাদ বানানো হয়েছিল। ফলে প্রশ্ন ওঠে, কেন একসঙ্গে প্রচুর ভক্তকে মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হল? মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ট্রাস্টির দুই সদস্যের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।








































































































































