দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় আরও ২ সপ্তাহের জেল হেফাজতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish Sisodia)। সোমবার সিবিআইয়ের তরফে তাঁকে আদালতে পেশ করা হলে সিসোদিয়াকে ১৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের(Jail Custody) নির্দেশ দেন বিচারক(judge)। পাশাপাশি সিসোদিয়ার জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয় এদিন।

সোমবার মণীশ সিসোদিয়াকে দিল্লির আদালতে পেশ করা হলে সিবিআইয়ের তরফে আবেদন জানানো হয়, এই মামলার তদন্ত ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌছে গিয়েছে, তাই সিসোদিয়াকে ফের পাঠানো হোক জেল হেফাজতে। সিবিআইয়ের এই দাবিকে মান্যতা দিয়ে আদালত নির্দেশ দেয় আগামী ১৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল সিবিআই। সেদিন থেকেই তিনি তিহার জেলে বন্দী। সিবিআইয়ের পাশাপাশি আর্থিক তছরুপ মামলায় গত ৯ মার্চ ফের মণীশকে গ্রেফতার করে ইডি। সিবিআই ও ইডি দুই তরফেই বাড়তে থাকে হেফাজতের মেয়াদ। সোমবার ইডির তরফে সিসোদিয়াকে ভার্জুয়ালি কোর্টে হাজির করানো হলে ১৪ দিন আরও বাড়ল হেফাজতের মেয়াদ।










































































































































