আজ তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন অভিষেক, নজর রাজনৈতিক মহলের

0
1

আজ, রবিবার বিকেলে দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফর সেরে আগামী ৫ এপ্রিল কলকাতায় তাঁর ফেরার কথা। দিল্লিতে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর।

সম্প্রতি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ সহ বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন অভিষেক। শহিদ মিনারের সভা থেকে দিল্লি “স্তব্ধ” করার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। সেই আবহে অভিষেকের দিল্লি যাত্রাকে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

যদিও অভিষেকের বিষয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল সাংসদরা। এমনকী কেন্দ্রের আবাস যোজনার অর্থ থেকে রাজ্যের বঞ্চনা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন ঘাটালের সাংসদ দেবও। এমত অবস্থায় সংসদে যোগ দিয়ে অভিষেক কোন ইস্যুতে সরব হন, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:ফের যান্ত্রিক গোলযোগ! ছুটির দিনে ব্যাহত মেট্রো পরিষেবা