একসময় দেশে জনসংখ্যা এতটাই বেড়েছিল যে অর্থনৈতিক অভাব দেখা দিয়েছিল। ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণের পথে হেঁটেছিল চিন সরকার। কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারে উল্টো। জন্মহার ক্রমশ কমছে। স্বভাবতই জনসংখ্যাও কমছে।তাই জন্মহার বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে চিন সরকার।

আরও পড়ুন:আজ নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-মুম্বই ইন্ডিয়ান্স, বিরাট-রোহিত দ্বৈরথে নজর ক্রিকেটপ্রেমীদের

২০২০ সাল থেকেই জন্মহার বাড়াতে উদ্যোগী বেজিং। জিনপিংয়ের রাজনৈতিক উপদেষ্টারা নানা প্রস্তাবও দিয়েছেন। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে এগিয়ে এল চিনের কয়েকটি কলেজ। তাদের দেওয়া অভিনব প্রস্তাব হল কলেজপড়ুয়াদের এক সপ্তাহের ছুটি দেওয়া হোক। যাতে প্রেমে পড়তে পারেন তাঁরা।
চলতি মাসেই এক সপ্তাহের ছুটি দিয়েছে,চিনের অন্যতম মিয়াইয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজ। ১ থেকে ৭ এপ্রিল বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। পড়ুয়াদের বলা হয়েছে, বসন্তের ছুটি উপভোগ করতে প্রকৃতি ও জীবনকে ভালবাসতে।যাতে জীবনে প্রেম আসে।


উল্লেখ্য, চিনের ক্রমবর্ধমান বয়স্ক মানুষের সংখ্যার সঙ্গে সামঞ্জস্য এনে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়াতে মরিয়া বেজিং ।২০২১-২৫ সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল ২০২০ সালেই। কিন্তু এখনও ফল আশানুরূপ হয়নি।বাড়েনি জন্মহার। তাই এবার এমন অভিনব পদক্ষেপ নিল চিন।








































































































































