ভর সন্ধ্যায় প্রকাশ্যে জাতীয় সড়কের উপর চলল গু*লি (Firing)। বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এসইউভির আরোহীদের ওপর ছয় রাউন্ড গু*লি চলল। গু*লিতে মৃ*ত্যু হয়েছে রাজু ঝার। তার বিরুদ্ধে কয়লা পাচার থেকে একাধিক মামলা রয়েছে। সিআইডি তাকে গ্রেফতারও করেছিল। গুলিতে তার সহযোগী আরও একজন গুরুতর জখম। ২০২১ সালে এই রাজু ঝা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেয়। সম্প্রতি দুর্গাপুরে তার বিলাসবহুল হোটেলে বিজেপির রাজ্য নেতাদের চিন্তন বৈঠকও হয়েছিল। স্থানীয়রা জানান, বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ শুনেছেন। সাদা রঙের গাড়িতে চালকের পাশে একজন ও পিছনে একজন বসেছিল। অন্য একটি গাড়িতে করে আসা দুষ্কৃতীরা গুলি চালায়। দু’জনেই আহত হয়। পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতা থেকেই এই হত্যা।
আরও পড়ুন- রাজ্যপাল আনন্দ বোস কেন বিজেপির ক্যাডার নয়? ধনকড়ের অভাব অনুভূতি শুভেন্দুর





































































































































