পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য জলপাইগুড়িতে (Jalpaiguri)। দুজনেই আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন দম্পতি, তা নিয়ে ধন্ধে পুলিশ।

জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেত্রী অপর্ণা ভট্টাচার্য। ২০০০-এ নির্বাচিত হয় ২০০২ সাল পর্যন্ত ছিলেন তিনি। পরে তৃণমূলে যোগ দেন। অপর্ণার স্বামী সুবোধ ভট্টাচার্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন সদস্য। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই তিনি।
দীর্ঘক্ষণ তাঁদের সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখানেই দম্পতির অচৈতন্য দেহ উদ্ধার হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন দম্পতি। তবে কী কারণে এই চরম সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক কোনও অশান্তি জেরেই এই ঘটনা কি না তা দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।










































































































































