মাঝ আকাশে শ্লী*লতাহানি ! অভি*যোগ উঠল ৬২ বছরের প্যাসেঞ্জারের দিকে

0
3

সংবাদের শি*রোনামে আবার ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo Airlines), ব্যাঙ্কক থেকে মুম্বই গামী বিমানে ২৪ বছর বয়সী এক বিমানসেবিকাকে শ্লী*লতাহানির অভিযোগ উঠেছে ৬২ বছরের এক যাত্রীর বিরুদ্ধে। পাশাপাশি এক সহযাত্রীর সঙ্গেও অভ*ব্য আচরণ করার অভিযোগও উঠেছে। খাবার না পাওয়া নিয়ে ঝামেলার জেরেই এত কাণ্ড বলে জানা যাচ্ছে। মুম্বই পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফ*তার করেছে বলে ইন্ডিগো সূত্রে খবর।

ইন্ডিগোর 6E-1052 বিমানে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনার সূত্রপাত হয় খাবার নিয়ে। জানা যায় ওই ব্যক্তি চিকেনের একটি পদ অর্ডার করেন। কিন্তু তাঁকে জানানো হয় সেই খাবার দেওয়া যাবে না কারণ তাঁর টিকিটের সঙ্গে খাবার দেওয়ার মতো কোনও অপশন নেই। পুলিশ বলছে অন্য এক যাত্রীর কাছ থেকে খাবারের টাকা নেওয়ার সময় পাশে বসে থাকা ওই সুইডেনের ব্যক্তি বিমানকর্মীর হাত ধরে টানাহ্যাঁচড়া করতে শুরু করেন। বিমানে থাকা অন্য কর্মীরা তাঁকে বাধা দিতে গেলে ঘটনা আরও বড় আকার নেয়। পরে ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিনে তাঁকে ছেড়েও দেওয়া হয়। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যাচ্ছে।