আগামিকাল চিন্নাস্বামীতে আইপিএল-এর অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই প্রস্তুতিতে ব্যস্ত টিম আরসিবি। তবে তার আগে আরসিবি অনুশীলনে হঠাৎ হাজির ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সময় কাটালেন বিরাট কোহলিদের সঙ্গে। করলেন ফিল্ডিংও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে আরসিবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট কোহলি-সহ দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে মজার আলোচনা করছিলেন সুনীল। পাশাপাশি দলের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করেন এবং বেশ কিছু ডাইভিং ক্যাচও ধরেন এই তারকা ফুটবলার।” এই ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।
আইএসএল-এ বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন সুনীল ছেত্রী। ব্যাঙ্গালোরকেই নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেন ভারত অধিনায়ক। সেই কারণে ব্যাঙ্গালোরের আইপিএল ফ্র্যাঞ্চাইজিকেই সমর্থন করে থাকেন সুনীল ছেত্রী। এছাড়াও বিরাট কোহলির সঙ্গে দারুণ বন্ধুত্ব সুনীলের।
Thank you @pumacricket for bringing the legend home! #PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RCBxPuma
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 1, 2023
আরও পড়ুন:ইডেনের ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে, নতুন রূপে কর্পোরেট বক্স, মিডিয়া সেন্টার